ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ইংরেজি শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি হিজাব পরার কারণে ২২ শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করেছেন। ঘটনার শিকার হয়েছেন প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির মেয়েরা।
শিক্ষিকা ফজিলাতুন নাহার দাবি করেছেন, শিক্ষার্থীরা হিজাব না পরে বরং ওড়না পরে ক্লাসে এসেছে। স্কুলের ড্রেস কোড অনুযায়ী, যারা পর্দা বা হিজাব পরবে তাদের সাদা স্কার্ফ পরতে হবে। কিন্তু ওই দিন শিক্ষার্থীরা স্কার্ফ ছাড়া ক্লাসে উপস্থিত ছিলেন। এ কারণে তিনি তাদের ক্লাস থেকে বের করার সিদ্ধান্ত নেন। অভিভাবকদের অভিযোগ, শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করেছেন। একজন অভিভাবক জানিয়েছেন, হিজাব পরায় তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল, যেন তারা কোনো অপরাধ করেছে।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো হিজাব পরে স্কুলে গিয়েছিলেন। প্রথমদিকে ক্লাসে কোনো শিক্ষক আপত্তি না করলেও শেষ পিরিয়ডের ইংরেজি ক্লাসে তাদের বের করা হয়।
ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, বিষয়টি সম্পর্কে বসুন্ধরা শাখাপ্রধানের সঙ্গে আলোচনা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় স্কুল প্রশাসন জানিয়েছে, ড্রেস কোড অনুসরণে শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা লক্ষ্য ছিল। তবে শিক্ষার্থীদের সঙ্গে হওয়া আচরণ বিষয়ক অভিযোগও তদন্তের আওতায় থাকবে।