Ridge Bangla

ভালোবাসা ধরে রাখতে পরিশ্রম প্রয়োজন, হারাতে সময় লাগে কয়েক সেকেন্ড: অপূর্ব

ছেলে আয়াশকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিত্তিহীন গুজব ও নেতিবাচক মন্তব্যের কারণে তীব্র মানসিক চাপের মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, কীভাবে অযথা তথ্য ও মিথ্যা সংবাদ তার পেশাগত জীবন ও পরিবারকে প্রভাবিত করেছে।

অপূর্ব বলেন, “আমার ক্যারিয়ারে বহুবার এমন পরিস্থিতি হয়েছে, যেখানে ভুল তথ্য ছড়ানো হয়েছে, কিন্তু কখনও আইনি ব্যবস্থা নিইনি। তবে এবার আমার ছেলের বিষয়ে আমি আইনি পদক্ষেপ নিয়েছি এবং বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি।” তিনি আরও জানান, কিছু ব্যক্তিকে আইনগতভাবে হস্তক্ষেপ করা হয়েছিল, তবে বয়স দেখে মায়া লাগায় তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি উল্লেখ করেন, প্রবাসীরা অনেক সময় দেশ থেকে দূরে থেকে আবেগপ্রবণ হয়ে মন্তব্য করেন, যা তারকা ও পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত করে। “সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভ্যাস বন্ধ করা প্রয়োজন। সত্যি প্রকাশিত হলে সবাই উপকৃত হবে।” – বললেন অপূর্ব।

অপূর্ব ভক্তদের উদ্দেশে বলেন, “ভালোবাসা পেতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু হারাতে মাত্র এক-দুই সেকেন্ড লাগে। তাই ভক্তদের ভালোবাসা সব সময়ই আমাদের কাছে অমূল্য।”

এই আবেগময় বার্তায় অপূর্ব বুঝিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া শুধুমাত্র তারকারা নয়, তাদের পরিবারকেও প্রভাবিত করতে পারে। তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন, যাতে মিথ্যা তথ্য ও গুজবের কারণে কারো জীবন বিপর্যস্ত না হয়। এইভাবে অপূর্বের বক্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত জীবনে সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন