Ridge Bangla

ভারি বর্ষণে চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। বিশেষ করে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়চূড়ায় বসবাসরত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীর হাতিয়ায় সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ৭৬ মিলিমিটার, খুলনার কয়রায় ৫৮ মিলিমিটার, লক্ষ্মীপুরের রামগতিতে ৫২ মিলিমিটার এবং রাজধানী ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, চলমান মৌসুমি বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়বে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন