Ridge Bangla

ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার তেল আমদানি বিরক্তিকর: মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ককে ভারত–মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিরক্তিকর বিষয় হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও ভারতকে “মিত্র” এবং “কৌশলগত অংশীদার” হিসেবে অভিহিত করলেও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়টিকে ওয়াশিংটনের সঙ্গে ভারতের সম্পর্কের পথে বাধা বলে মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার প্রতিক্রিয়ায় ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তার একদিন পরই রুবিও এই মন্তব্য করলেন।

২০২৪ সালে ভারত তার মোট তেল আমদানির ৩৫ থেকে ৪০ শতাংশ রাশিয়া থেকে এনেছে, যেখানে ২০২১ সালে এই হার ছিল মাত্র ৩ শতাংশ। রুবিওর বক্তব্যের বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে দিল্লির পক্ষ থেকে আগেও যুক্তি দিয়ে বলা হয়েছে, একটি বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে, ভারতের লক্ষ লক্ষ দরিদ্র জনগণকে জ্বালানির উচ্চমূল্যের চাপ থেকে রক্ষা করতে সবচেয়ে সস্তা অপরিশোধিত তেল কিনতেই হবে।

রুবিও ভারতের এই যুক্তিকে স্বীকার করলেও বলেন, এর মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে। তিনি বলেন, “আমি মনে করি প্রেসিডেন্টের হতাশা প্রকাশের কারণ খুবই স্পষ্ট যে, এত তেল বিক্রেতা থাকা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে এত বেশি তেল কিনছে।”

তিনি আরও বলেন, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতীয় কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানার হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানেরই প্রতিফলন।

আরো পড়ুন