Ridge Bangla

ভারত-পাকিস্তান সংঘাত আমিই থামিয়েছি: ডোনাল্ড ট্রাম্প

গত মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত আমিই থামিয়েছি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) সকালে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপের প্রসঙ্গে তিনি এই দাবি করেন।

মোদি-ট্রাম্পের ৩৫ মিনিটের ফোনালাপের বিস্তারিত প্রকাশ করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ট্রাম্পকে জানিয়েছেন যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নয়, বরং পাকিস্তানের আগ্রহের কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রচলিত সামরিক যোগাযোগ প্রথার মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছে। ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়, মোদির বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ওই দিন হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কিছু সময় কথা বলেন ট্রাম্প। সেখানে ইরান-ইসরায়েল সংঘাত থেকে শুরু করে ভারত-পাকিস্তান সংঘাত—বিভিন্ন বিষয় উঠে আসে। তিনি জানান, শীঘ্রই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি করবে।

ভারত-পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “দেখুন, যুদ্ধটা আমিই থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালোবাসি। মোদিও একজন দুর্দান্ত মানুষ। গত রাতে ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি।”

পাক-ভারত সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে ‘যুদ্ধ’ থামিয়েছে—এই মন্তব্যের পর থেকে ভারতীয় রাজনৈতিক অঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে। গত ৬ মে থেকে দুই দেশের মধ্যে চার দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলে। শেষ পর্যন্ত ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন