আর মাত্র পাঁচদিন পর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। পাঁচদিন পর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। জানা গেছে, মাঠে বসে কত টাকায় দেখা যাবে এই ম্যাচটি।
এসিসির বিজ্ঞপ্তি অনুসারে, টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন। প্রথম প্যাকেজের মূল্য ৪৭৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৭০০ টাকা। এই প্যাকেজে থাকছে গ্রুপ ‘এ’ গ্রুপের ম্যাচের টিকিট। আর এই গ্রুপেই রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে দেখতে হলে একজনকে সর্বনিম্ন ১৫ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে।
প্যাকেজ ২-এ রয়েছে সুপার ফোরের ম্যাচের টিকিট। এ প্যাকেজের সবচেয়ে কম দামি টিকিট ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৪০০ টাকা)। আর প্যাকেজ ৩ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সমর্থকরা দুটি সুপার ফোর ম্যাচের পাশাপাশি ফাইনালও দেখার সুযোগ পায়। এই প্যাকেজে টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কিনতে পারবে দর্শকরা। এই প্যাকেজের সবচেয়ে কম দামি টিকিট ৫২৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৪০০ টাকা।
ভারত-পাকিস্তান ম্যাচটি বেশি আলোচিত কারণ এটি হবে পেহেলগাম হামলার পর দুই দলের প্রথম মুখোমুখি লড়াই। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ না হলেও বহুপাক্ষিক টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণে কোনো বাধা নেই।