বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, “অনেক গুজব চারদিকে ছড়ানো হচ্ছে। এসবের উদ্দেশ্য শুধু বিভ্রান্তি তৈরি করা। গুজবে কান না দেওয়াই শ্রেয়, কারণ গুজব কখনো সত্য নয়।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, বিএনপির ভেতরে কোনো বিভেদ নেই, বরং দৃঢ় ঐক্য রয়েছে। সেই ঐক্য নিয়েই জয় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের গোলযোগ তৈরি না করার নির্দেশ দেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাই। অতীতে যেসব অন্যায় কাজ করেছেন তা থেকে সরে আসুন। জনগণের পাশে থাকুন। তাহলেই সবাই আপনাদের ভালোবাসবে।”
অন্যদিকে একই দিন দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর মানিকনগরে খাল পরিষ্কার অভিযানে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “র্যালির পরিবর্তে জনগণের দুর্ভোগ বিবেচনায় খাল পরিষ্কার কর্মসূচি নেওয়া হয়েছে। এ কাজে স্যুট-টাই পরে নয়, বরং হাফ প্যান্ট-পায়জামা পরে নেমে কাজ করতে হবে।” এর আগে পুরান ঢাকায় দক্ষিণ বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খাল-নর্দমা পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেখানে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।