Ridge Bangla

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, ৫ শ্রমিক নিহত

ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি ইন্ডাস্ট্রিজের কেমিক্যাল উৎপাদন ও গবেষণা কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়ে। পাশের একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে যায় এবং আরেকটিতে ফাটল দেখা দেয়।

সূত্র জানায়, এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল বাহিনীর দুটি ইঞ্জিন, একাধিক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। হায়দরাবাদ প্রশাসন ও তেলেঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এবং আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, কোনো সংবেদনশীল রাসায়নিক প্রক্রিয়ায় ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ ও ফরেনসিক বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। নিহত ও আহত শ্রমিকদের অধিকাংশই ওড়িশা, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা। বিস্ফোরণের পর আতঙ্কে অনেক কর্মী রাসায়নিক ইউনিট ও আশেপাশের অন্যান্য কারখানা ছেড়ে বাইরে চলে যান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন