Ridge Bangla

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জন নিহত

ভারতের ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার সময় ভিড়ের চাপে পদদলিত হয়ে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার (২৯ জুন) ভোরে পুরীর গুন্ডিচা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং ৭০ বছর বয়সী প্রেমাকান্ত মোহান্তি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে প্রশাসন।

পুরীর জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানান, “আমরা তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল।” তবে নিহতদের আত্মীয় এবং স্থানীয় অনেক ভক্তের অভিযোগ, রাতে পুলিশের উপস্থিতি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এদিকে পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল দাবি করেছেন, রথের চারপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

ওডিশার সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “রথযাত্রায় ভয়াবহ ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষিতে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করে যে ভক্তদের জন্য শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।”

পুরীতে প্রতিবছর লাখো ভক্ত জগন্নাথের রথযাত্রা দেখতে সমবেত হন। এবছরও কয়েক লাখ মানুষের সমাগম হয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, পুলিশের ভিড় নিয়ন্ত্রণে নেওয়া ব্যবস্থা ছিল অপর্যাপ্ত এবং তারা হিমশিম খায় পরিস্থিতি সামাল দিতে।

জেলা প্রশাসক জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর ভাষ্য, “যদিও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবে হঠাৎ জনতার চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে।”

প্রসঙ্গত, প্রতিবছর রথযাত্রায় ভক্তরা রথ টেনে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যান এবং পরে তা আবার ফিরিয়ে আনা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন