Ridge Bangla

ভারতে তীর্থযাত্রীবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কায় নিহত ৮ জন

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১২ জনের বয়স ১৮ বছরের নিচে। সোমবার (২৬ আগস্ট) ভোর রাত আড়াইটার দিকে বুলন্দশহর-আলিগড় সীমান্তের আরনিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি ক্যান্টার ট্রাক পেছন দিক থেকে যাত্রীবাহী একটি ট্র্যাক্টর-ট্রলিকে ধাক্কা দিলে ট্রলিটি উল্টে যায়। ওই সময় একটি ট্রলিতে প্রায় ৬০ থেকে ৬১ জন ভক্ত ছিলেন।

বুলন্দশহরের পুলিশ সুপার (গ্রামীণ) দিনেশ কুমার সিং জানান, “ট্রলিটিতে মোট ৬১ জন তীর্থযাত্রী ছিলেন। তারা কাসগঞ্জ জেলার রফাতপুর গ্রাম থেকে রাজস্থানের জাহারপীর দরগায় যাচ্ছিলেন। ভোরে বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ট্রলিটিকে ধাক্কা মারে। এতে ট্র্যাক্টর-ট্রলিটি উল্টে যায় এবং বহু যাত্রী আহত হন।”

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন