ভারতের রাজস্থান রাজ্যের চুরু জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে চুরুর ভানোদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
জানা গেছে, যুদ্ধবিমানটি রাজস্থানের সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং এটি একটি দ্বি-আসনবিশিষ্ট জাগুয়ার যা প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি খোলা মাঠে বিধ্বস্ত হয়ে বিকট বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দুই পাইলটের মরদেহ উদ্ধার করেন।
ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরে ভারতে এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলা ও ২ এপ্রিল গুজরাটের জামনগরের কাছে একই ধরনের দুটি দুর্ঘটনা ঘটে। ফলে বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমানগুলো ও তাদের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
নিহত দুই পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিমান বাহিনী জানিয়েছে, তাদের পরিবারের সম্মতি মিললেই নাম প্রকাশ করা হবে।