Ridge Bangla

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা সাতক্ষীরা, খুলনার কয়রা, যশোর ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম জানান, সন্ধ্যা ৬টার দিকে ভারতের আমুদিয়া কোম্পানির কমান্ডার বিকাশ কুমারের নেতৃত্বে বিএসএফ সদস্যরা আনুষ্ঠানিকভাবে আটককৃতদের হস্তান্তর করে। এ সময় সীমান্তবর্তী এলাকায় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, বিজিবি আনুষ্ঠানিকভাবে ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় দালালের মাধ্যমে অনেক মানুষ পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের আটক করে আবারও বিজিবির কাছে ফেরত দেয়। তবে এসব ঘটনায় দালালদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে স্থানীয়দের সচেতন হওয়ার জন্য বিভিন্ন প্রচারণাও চালানো হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন