ভারতের হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনার সংলগ্ন গুলজার হাউস এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। রবিবার (১৮ মে) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
গুলজার হাউস এলাকা গহনার দোকান ও ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনের জন্য পরিচিত। সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকৃত অনেককে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
দমকল কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে চূড়ান্ত কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনার পরপরই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এই দুর্ঘটনায় হায়দ্রাবাদজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, জনবহুল এলাকাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।