Ridge Bangla

ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬

কিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলে ভারতীয় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি এলাকায় মোট ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা নয়, বরং সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেই দাবি ভারতের।

অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে যে, তাদের পাল্টা প্রতিরোধে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। দুই দেশের মধ্যে সংঘর্ষের মাত্রা দিন দিন বাড়ছে এবং পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

ভারতের এই সামরিক অভিযানের পেছনে পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনা অন্যতম কারণ। প্রায় দুই সপ্তাহ আগে ওই হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই ভারত এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে “লজ্জাজনক ও অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, গোটা বিশ্বের জন্যই মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।”

আরো পড়ুন