অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে কোনো টালবাহানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান চায়।
বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগের দিন কুড়িগ্রামের ঘোষপাড়ায় এক পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন বলেন, “যদি কেউ বলে টালবাহানা মেনে নেওয়া হবে না, তাহলে বলব এখানে টালবাহানার কিছু নেই। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। গত ১৫–২০ এমনকি ৩০ বছরেও ভারত থেকে পানিবণ্টন ইস্যুতে ইতিবাচক সাড়া আসেনি। বহু বছর আগে একবার ইতিবাচক মতামত এসেছিল, তখন আমরা তা গ্রহণ করিনি। এখন বিষয়টি যেখানে আছে সেখান থেকেই সমাধানের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “এই সমস্যার সমাধান দ্বিপাক্ষিকভাবে করতেই হবে। আমরা আন্তরিক, কিন্তু কতটা সফল হতে পারি তা সময়ই বলবে।”
এ সময় মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশি নাগরিকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখনো তাদের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে তা সংগ্রহের চেষ্টা চলছে।