বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারতের বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে ‘ভুয়া ও মনগড়া’ বলে অভিহিত করেছে। বিএনপি অভিযোগ করেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত তথ্য প্রচার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “সম্প্রতি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। তবে কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এ একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে মিথ্যা ও মনগড়া বক্তব্য যুক্ত করা হয়েছে। বিশেষত ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কোনো ভিত্তি নেই।”
বিবৃতিতে আরও বলা হয়, “উক্ত বানোয়াট বক্তব্যের উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। দেশের জনগণ ও দলের নেতাকর্মীরা এই অসত্য সংবাদে বিভ্রান্ত হবেন না।”
উল্লেখ্য, মঙ্গলবার ভারতীয় পত্রিকা ‘এই সময়’-এ একটি প্রতিবেদনে দাবি করা হয়, বিএনপি মহাসচিব ওই পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং বিএনপি-জামায়াত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওই সাক্ষাৎকারের কোনো বাস্তব ভিত্তি নেই। দলের এই পদক্ষেপ নির্বাচনী সময় রাজনৈতিক প্রেক্ষাপটে বিভ্রান্তি প্রতিরোধ এবং দলের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।