Ridge Bangla

ভারতীয় সিনেমায় নওশাবা, শ্রীলেখার প্রশংসায় অনুপ্রাণিত

মঞ্চ থেকে চলচ্চিত্র—সব জায়গাতেই সমানভাবে সক্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এবার তিনি অভিষেক করেছেন ভারতের টালিগঞ্জের সিনেমায়। অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দারুণ সাড়া ফেলেছে।

ভিসাজনিত জটিলতার কারণে সিনেমা মুক্তির সময় কলকাতায় প্রচারণায় যেতে পারেননি নওশাবা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া পাচ্ছেন নিয়মিত। এর মধ্যেই একটি ভয়েজ মেসেজ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সিনেমা দেখে নওশাবাকে মেসেজে জানিয়েছেন, “অনেক দিন পর ন্যাকামো-বর্জিত অভিনয় দেখলাম। স্বাভাবিক এবং সাবলীল।”

এ প্রসঙ্গে নওশাবা বলেন, “শ্রীলেখার মতো গুণী একজন মানুষের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া আমার কাছে পুরস্কারের সমান। সত্যি বলতে, আমি এতটা আশা করিনি।”

ছবিতে নওশাবাকে দেখা যাবে একজন বাংলাদেশির চরিত্রে, যিনি নিজ শেকড়ের খোঁজে কলকাতায় গিয়ে জড়িয়ে পড়েন রহস্যময় ঘটনার মধ্যে। চরিত্রটি সম্পর্কে নওশাবার মন্তব্য, “গল্প ও চরিত্র দুটোই আমার জন্য ছিল চ্যালেঞ্জিং। আমি সবসময় চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে কাজ করতে। দর্শকরাই বলবেন আমি কতটা পেরেছি।”

তিনি আরও জানান, পরিচালক অনীক দত্ত হঠাৎ টেক্সট করে তাকে অডিশনের জন্য ডাকেন, এরপরই নির্বাচিত হন। শুটিং হয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বরে।

বর্তমানে থিয়েটার নিয়েও ব্যস্ত নওশাবা। সম্প্রতি তার দল মঞ্চস্থ করেছে ‘আগুনি’ নাটক। সামনে আরও নাটকের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নির্মাণ বিষয়ক একটি কোর্সও সম্পন্ন করেছেন তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন