Ridge Bangla

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। ঢাকা ও চট্টগ্রামে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি চূড়ান্ত হয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বলে জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দিল্লির একাধিক শীর্ষ প্রশাসনিক সূত্র বলেছে—পুরোপুরি রাজনৈতিক কারণেই ভারত সরকার এই সফরের পক্ষে নয়। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান শীতলতা—সব মিলিয়ে সফর আয়োজনের পরিবেশ ‘অনুপযুক্ত’ বলে মনে করছে দিল্লি।

এমন প্রেক্ষাপটে বিসিসিআই ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বিকল্প সূচি নিয়ে আলোচনা শুরু করেছে। ২০২৬ সালের আইপিএল শেষে জুনে এই সফর আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যখন রাজনৈতিক পরিবেশ কিছুটা স্থিতিশীল হতে পারে বলে ধারণা ভারতের।

বিবিসি আরও জানায়, সম্প্রতি ঢাকায় একটি দুর্গামণ্ডপ ভাঙার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি নিন্দা জানিয়েছে, যা ভারত সরকারের দৃষ্টিভঙ্গিকে আরও স্পষ্ট করে তোলে। বিশ্লেষকদের মতে, দুই দেশের ক্রিকেট সম্পর্ক এই প্রথমবার সরাসরি রাজনৈতিক আবহে প্রভাবিত হতে যাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৫

আরো পড়ুন