Ridge Bangla

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস নিয়ে পুলিশের মামলা, আটক চেয়ারম্যান

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সড়কে অবরোধ ও বিক্ষোভের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৯০ জনের নাম উল্লেখপূর্বক এবং আরও দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলাটি করেন। বিষয়টি ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন নিশ্চিত করেছেন।

এ মামলার প্রধান আসামি করা হয়েছে বিক্ষোভের জন্য গঠিত সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে (৬০)। তাকে অবশ্য আগেই শনিবার রাতে নগরকান্দার চাঁদহাট এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে।

দ্বিতীয় আসামি হামিরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া। মামলার এজাহারে বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর সকালে সিদ্দিক মিয়ার নেতৃত্বে কয়েকজন ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এসময় পুলিশ বাঁধা দিলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার সূত্রপাত ঘটে নির্বাচন কমিশন কর্তৃক ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হলে। এর প্রতিবাদে স্থানীয়রা গত কয়েকদিনে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছিলেন।

বর্তমানে মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল জোরদার করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন