সম্প্রতি আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর আন্তর্জাতিক রুটে বড় ধরনের সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। সংস্থাটি ঘোষণা করেছে, আগামী কয়েক সপ্তাহ তাদের ওয়াইডবডি বিমানের আন্তর্জাতিক ফ্লাইট প্রায় ১৫ শতাংশ কমানো হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০ জুন থেকে এবং চলবে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত।
টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তিনটি রুট সম্পূর্ণ স্থগিত করা হয়েছে: দিল্লি-নাইরোবি, আমৃতসর-লন্ডন (গ্যাটউইক) ও গোয়া (মোপা)-লন্ডন (গ্যাটউইক)। পাশাপাশি ১৮টি রুটে ফ্লাইটের সংখ্যা কমানো হচ্ছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা আংশিক বন্ধ থাকায় ফ্লাইট সময় বেড়ে গেছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিং চেক নেওয়ার জন্যও ফ্লাইট সংখ্যায় ছাঁটাই করা হয়েছে। লক্ষ্য, সময়সূচির স্থিতিশীলতা ফেরানো ও যাত্রীদের ভোগান্তি কমানো।
এদিকে, আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া দুর্ঘটনার তদন্ত এখনো চলমান। যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ত্রুটির দিকেই ইঙ্গিত করা হচ্ছে। তদন্তে সহায়তার জন্য এয়ার ইন্ডিয়ার একাধিক স্টাফের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেন, “নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা অডিট নিশ্চিত করতে আমরা এই সাময়িক পদক্ষেপ নিয়েছি।”