বলিউডের সাহসী অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি নিজের জীবনের এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শোনার পর শিউরে উঠেছে অনেকেই। এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, এক রাতে ঘুমের মধ্যে তিনি অনুভব করেছিলেন, কেউ তাকে বিছানায় চেপে ধরেছে—কিন্তু চারপাশে কাউকে দেখা যায়নি!
ঘটনাটি ঘটে এক রাতের শুটিং শেষে নিজের বিলাসবহুল বাড়িতে ফেরার পর। প্রচণ্ড ক্লান্ত সোনাক্ষী বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েন। কিন্তু মাঝরাতে হঠাৎ তিনি অনুভব করেন, দুটি শক্ত হাত তাকে চেপে ধরেছে—সে এমন এক অনুভূতি, যা তাকে নড়তেও দেয়নি, চিৎকারও করতে পারেননি। ভয় এতটাই গভীর ছিল যে, তিনি চোখ খুলেও দেখতে সাহস করেননি। ঘামে ভিজে গেলেও তিনি নিস্তব্ধ অবস্থায় পড়ে থাকেন, যতক্ষণ না ভোরের আলো ঘরে প্রবেশ করে। পরে নিশ্চিত হন, ঘরে কেউ নেই। তবু সেই স্পর্শের অনুভূতি থেকে যায়।
ঘটনার পর আতঙ্কে পুরো দিন শুটিং সেটে কাটান সোনাক্ষী। রাতে ঘরে ফিরে জোরে জোরে বলেন, “কেউ থাকলে দয়া করে চলে যান।” এরপর থেকে সারারাত ঘরের আলো জ্বালিয়ে রাখা হয়। এভাবেই আবার ঘুমাতে পারলেও, সেই আতঙ্ক তাকে তাড়িয়ে বেড়াতে থাকে। কিছুদিনের মধ্যেই তিনি সেই বাড়ি বিক্রি করে অন্য বাসায় উঠে যান।
সোনাক্ষীর এই স্বীকারোক্তি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। অনেকেই একে প্যারানর্মাল অভিজ্ঞতা হিসেবে দেখছেন। কেউ কেউ একে ‘স্লিপ প্যারালাইসিস’-এর ফল বললেও, অনেকেই বলছেন—যে রাতের ভয় একবার জীবনে আসে, সেটা ভুলে থাকা সত্যিই কঠিন।