Ridge Bangla

ব্রিটিশ-মিশরীয় আন্দোলনকারী আলা আবদেল-ফাত্তাহকে ক্ষমা করলেন মিশর প্রেসিডেন্ট

মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি বিশিষ্ট ব্রিটিশ-মিশরীয় আন্দোলনকারী আলা আবদেল ফাত্তাহকে ক্ষমা করেছেন, যিনি ছয় বছর ধরে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আবদেল ফাত্তাহর আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-কাহেরা নিউজের মতে, জাতীয় মানবাধিকার কাউন্সিলের অনুরোধে রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল-সিসি যাদের সাজা কমিয়েছেন, তাদের মধ্যে আবদেল ফাত্তাহ একজন। এর প্রতিক্রিয়ায় তার আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আল্লাহর প্রশংসা।”

৪৩ বছর বয়সী ব্লগার এবং গণতন্ত্রপন্থী কর্মী আবদেল ফাত্তাহ মিশরের সবচেয়ে পরিচিত রাজনৈতিক বন্দীদের একজন। তার পূর্ববর্তী পাঁচ বছরের সাজা শেষ করার কয়েক মাস পরে ২০১৯ সালে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছিল এবং ২০২১ সালে মিশরে নির্যাতন সম্পর্কে একটি ফেসবুক পোস্ট শেয়ার করার জন্য “মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়ার” অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে মিশরীয় কর্তৃপক্ষ তার দুই বছরেরও বেশি সময় ধরে বিচার-পূর্ব আটকে থাকার সময়কাল গণনা করতে অস্বীকৃতি জানিয়েছিল। তার কারাদণ্ডের প্রতিবাদে তিনি এবং তার মা লায়লা সৌইফ অনশন ধর্মঘট করেছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৬০

আরো পড়ুন