ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে ঢাকাগামী ইরফান পরিবহনের বাসটি বিকেলে কুট্টাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন।
এই ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।