ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে খেলার সময় অসাবধানতাবশত প্রতিবেশীর টয়লেটের খোলা গর্তে পড়ে মারা গেছে দেড় বছর বয়সী শিশু আলী আহাদ। আহাদ ওই গ্রামের আলী আকবরের একমাত্র ছেলে।
শিশুটির চাচা জানান, দুপুরে বাড়ির বাইরে খেলছিল আহাদ। এ সময় পাশের বাড়ির টয়লেটের খোলা গর্তের ওপর একটি টিন দিয়ে আড়াল দেওয়া ছিল, যেটি হয়তো শিশুটির নজরে আসেনি। অসাবধানতাবশত টিনের ওপর উঠে পড়লে সেটি ভেঙে গিয়ে গর্তে পড়ে যায় সে।
অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে।
আবাসিক চিকিৎসক ডা. মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, খোলা গর্তটি দীর্ঘদিন ধরেই এভাবে ছিল এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা প্রয়োজন ছিল।