Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে জেলা শহরের রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আপ লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নিয়মিত বিরতির পর স্টেশন ছেড়ে যায়। ঠিক তখনই ‘চ’ বগিটি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও বলেন, কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। ইতিমধ্যে আখাউড়া জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ডাউন লাইনে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর ভিড় জমে যায় ঘটনাস্থলে। অনেকে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তবে রেলওয়ের কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ট্রেন দুর্ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দুর্ঘটনার মূল কারণ উদঘাটন ও সমাধানে নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন