Ridge Bangla

ব্রাজিলে হট এয়ার বেলুন বিস্ফোরণে আটজন নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সান্তা ক্যাটারিনা রাজ্যের প্রাইয়া গ্রান্ডে শহরে হট এয়ার বেলুন বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বেলুনটিতে মোট ২১ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাইলটসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গেছে, উড্ডয়নের কিছু সময় পর বেলুনের ঝুড়িতে হঠাৎ আগুন ধরে যায়। পাইলট তৎক্ষণিকভাবে বেলুনটি নিচে নামানোর চেষ্টা করেন এবং যাত্রীদের লাফ দিতে বলেন। কিছু যাত্রী লাফিয়ে প্রাণ বাঁচালেও বাকিরা লাফ দিতে ব্যর্থ হন। আগুনের তাপে ওজন হালকা হয়ে গেলে বেলুনটি আবার উপরের দিকে উঠে যায় এবং কিছুক্ষণ পর ভারসাম্য হারিয়ে নিচে পড়ে।

নিহতদের মধ্যে আছেন দুই দম্পতি, এক মা ও মেয়ে, একজন চক্ষু বিশেষজ্ঞ এবং একজন ফিগার স্কেটার। দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি পরিচালনা করছিল স্থানীয় পর্যটন প্রতিষ্ঠান ‘সোব্রেভোয়ার’। দুর্ঘটনার পর তাদের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

প্রাদেশিক গভর্নর ও দেশের প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন