ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মাতো গ্রোসো রাজ্যে শুক্রবার গভীর রাতে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। টোল রোড অপারেটর ও ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, মাতো গ্রোসোর লুকাস ডো রিও ভার্দে শহরের কাছে তুলা বীজ পরিবহনকারী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাটি স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে অনেক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর, ২৬ জনের মাঝারি এবং আটজনের সামান্য আঘাত রয়েছে। আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেডারেল হাইওয়ে পুলিশ ও টোল রোড অপারেটর পৃথক বিবৃতিতে জানায়, আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ চলছে।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনা সাধারণত মারাত্মক রূপ নেয়, বিশেষ করে দ্রুতগামী যানবাহনের সংঘর্ষে। এই দুর্ঘটনা ওই অঞ্চলের মানুষের মধ্যে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ণয় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।