Ridge Bangla

ব্রাইডাল লুকে ধরা দিলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বহু সুপারহিট সিনেমার মাধ্যমে দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অপু বিশ্বাস, যেখানে মাঝে মাঝে নিজের ব্যক্তিগত জীবন, স্টাইল ও ভক্তদের সঙ্গে যোগাযোগের মুহূর্ত শেয়ার করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি রিলস পোস্ট করেন তিনি। এই পোস্টে নিজেকে ব্রাইডাল লুকে দেখা গেছে, যা নেটিজেনদের মধ্যে মুহূর্তের মধ্যেই নজর কেড়ে নেয়। ক্যাপশনে তিনি লিখেছেন, “রানীরা কাউকে অনুসরণ করে না। তাদের রাজকীয় আভিজাত্যই আকৃষ্ট করে অন্যদের।”

এই রিলস পোস্টে অপু বিশ্বাসের রূপ ও ব্রাইডাল লুকের প্রশংসায় ভরেছে নেটিজেনদের মন্তব্য ঘর। একজন লিখেছেন, “এ যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে।” অন্য একজন মন্তব্য করেছেন, “আমাদের বিউটি কুইন অপু বিশ্বাস, আপুকে খুবই সুন্দর লাগছে।”

অপু বিশ্বাসের ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে, যা তাকে দর্শকমহলে পরিচিতি এনে দেয়। এর আগে তিনি ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ফিল্ম জগতে পা রাখেন। এরপর থেকে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

এছাড়া অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে নিজের স্টাইলিশ লুক, ব্যক্তিগত মুহূর্ত ও ভক্তদের সঙ্গে ইন্টারঅ্যাকশনের জন্যও পরিচিত। ব্রাইডাল লুকে তার এই প্রকাশ আবারও প্রমাণ করেছে, তিনি শুধু চিত্রনায়িকা নন, বরং স্টাইল ও সৌন্দর্যের প্রতীক। তার রিলস পোস্ট এবং ক্যাপশন ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, এবং ভক্তরা তাকে দেখার পর প্রশংসায় কমেন্টের ঝড় তুলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন