Ridge Bangla

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর, ৭০০ টাকার প্যাকেজ এখন ৫০০ টাকায়

ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংস্থাটি জানিয়েছে, আগে যে ইন্টারনেট প্যাকেজের জন্য মাসে ৭০০ টাকা গুনতে হতো, সেটি এখন ৫০০ টাকায় পাওয়া যাবে। নতুন এই প্যাকেজ ১ জুলাই (মঙ্গলবার) থেকে কার্যকর হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিএবি জানায়, বর্তমানে কোনো আইএসপি প্রতিষ্ঠানই ৫ এমবিপিএস স্পিড দেয় না, বরং গড়ে অন্তত ১০ এমবিপিএস গতির সংযোগ দেওয়া হচ্ছে। তাই ৫ এমবিপিএস প্যাকেজের নামে অতিরিক্ত মূল্য নেওয়ার যৌক্তিকতা নেই। সে কারণেই প্যাকেজ মূল্য কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি আমিনুল হাকিম বলেন, “দেশের ইন্টারনেট সেবার মান আরও উন্নত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) ও রাজস্ব ভাগাভাগি (Revenue Share) তুলে নেয়, তাহলে ভবিষ্যতে প্রত্যেক গ্রাহককে ব্রডব্যান্ড সংজ্ঞা অনুযায়ী ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়া সম্ভব হবে।

এছাড়াও তিনি বলেন, “বেশিরভাগ গ্রাহক মাসিক ইন্টারনেট বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট দিতে চান না। অথচ এই ভ্যাট নিয়ম অনুযায়ী আদায় করে সরকারের কোষাগারে জমা দিতে হয়। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।”

আরো পড়ুন