Ridge Bangla

ব্যাপক সংশোধন হবে ব্যাংক কোম্পানি আইনের: গভর্নর

আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

ব্যাংকিং খাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১, মানি লন্ডারিং আইন এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এ বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকের পরিচালক পদে সর্বোচ্চ মেয়াদ ২৪ বছর থেকে কমিয়ে ৬ বছর করার সিদ্ধান্ত হয়েছে। স্পন্সরদের মধ্যে থেকে পরিচালকের সংখ্যা কমিয়ে স্বাধীন পরিচালক অন্তত ৫০% করার প্রস্তাবও রাখা হয়েছে। স্বাধীন পরিচালক নির্বাচন হবে একটি প্যানেলের মাধ্যমে, যেখানে কেবল যোগ্য প্রার্থীরাই অন্তর্ভুক্ত থাকবেন।

মানি লন্ডারিং আইনকে মৌলিকভাবে পরিবর্তনের পাশাপাশি এতে ‘অ্যাসেট রিকভারি’ বিষয়টি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এও বিস্তৃত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংস্কারের মূল লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নেতৃত্বের মান বৃদ্ধি করা। সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্বল নেতৃত্ব দিয়ে শক্তিশালী প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব নয়, আবার কেবল শক্তিশালী নেতৃত্ব দিয়েও কার্যকরতা আসবে না যদি আইনগত ভিত্তি দুর্বল হয়। তাই আইনগত কাঠামো ও নেতৃত্ব—উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নতুন বাংলাদেশ ব্যাংক অর্ডার সরকারের কাছে উপস্থাপন করা হবে। আশা করা হচ্ছে, বর্তমান ও ভবিষ্যতের সরকারগুলো আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপমুক্ত রেখে অতীতের দুর্নীতি ও অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে। এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ও দায়বদ্ধতা নিশ্চিত করে আন্তর্জাতিক মানসম্পন্ন নীতি কাঠামো গড়ে তোলা হবে।

আরো পড়ুন