Ridge Bangla

‘ব্যাচেলর পয়েন্ট’-এ থাকছেন না শিমুল

প্রসিদ্ধ ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে দেখা যাবে না শিমুল শর্মাকে। এই খবর প্রথম আসে ধারাবাহিকের ইউনিট থেকে। এরপর এক শিল্পীও নিশ্চিত করেন, শিমুলের উপস্থিতি থাকবে না।

তবে বিষয়টি খোদ শিমুলের মুখে নিশ্চিত হওয়া গেল। তিনি জানান, আসন্ন পর্বগুলোতে তাকে আর দেখা যাবে না। সোমবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকালে শিমুল বলেন, “আমি ব্যাচেলর পয়েন্ট থেকে বিরতিতে যাচ্ছি। কাবিলা ভাইয়ের মা অসুস্থ, তাই আমাকে নোয়াখালী যেতে হচ্ছে। তার মানে আমি এবার ধারাবাহিকে নেই।” তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি স্থায়ী নয়। “না, খুবই স্বাভাবিক নিয়মে আমি ব্যাচেলর পয়েন্টে নেই গল্পের প্রয়োজনে। যখন আবার প্রয়োজন হবে, তখন হয়তো ঢাকা ফিরে এসে ধারাবাহিকে দেখা যাবে।”

শিমুলের ব্যাচেলর পয়েন্টের বাইরে থাকার অন্য কোনো কারণ নেই। তিনি জানান, “অন্য কোনো কারণ থাকলে আমি তা বলতাম। আমি ব্যাচেলর পয়েন্টের সঙ্গেই আছি, কেবল সাময়িকভাবে গল্পের প্রয়োজনে নেই।” শিমুল এই ধারাবাহিকে সবচেয়ে পরিচিত কাবিলার নোয়াখালীর ক্রাইম পার্টনার ও এলাকার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

বর্তমানে শিমুল অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করছেন এবং নিজস্ব কিছু প্রজেক্টে ব্যস্ত সময় পার করছেন। উল্লেখ্য, শুরুতে তিনি অমির সহকারী হিসেবে কাজ করলেও পরে অভিনয়ের সুযোগ পান। সম্প্রতি ধারাবাহিকের সংবাদ সম্মেলন এবং নতুন পোস্টারেও শিমুলকে দেখা যায়নি। তবে তার বক্তব্য থেকে বোঝা যায়, ভবিষ্যতে দর্শক তাকে আবারও দেখতে পাবেন ব্যাচেলর পয়েন্টে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন