Ridge Bangla

ব্যাচেলর অব এডুকেশন (বিএড) নিয়ে নতুন যে নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ শিক্ষাবর্ষের এক বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামের হালনাগাদ সিলেবাস প্রকাশ করা হয়েছে। এতে তিনটি কোর্সের নাম পরিবর্তন করা হয়েছে। সংশোধিত কোর্সগুলোর নতুন শিরোনাম যথাক্রমে: সক্রিয় শিখন পদ্ধতি ও কৌশল, শিক্ষায় বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং জেন্ডার, বৈশ্বিক নাগরিকত্ব ও একীভূত শিক্ষা।

তবে, অন্যান্য কোর্সের কোড, শিরোনাম এবং বিষয়বস্তু পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এটি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটসমূহের অধ্যক্ষদের অবগতির জন্য প্রেরণ করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষের সিলেবাসে থাকা অভিন্ন বিষয়বস্তু সংবলিত তিনটি কোর্সের (কোর্স কোড: ৮১২২০৩, ৮১২২০৭ ও ৮২২২৬১) কেবল শিরোনাম পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তন শুধুমাত্র ২০২৫ শিক্ষাবর্ষের জন্য কার্যকর থাকবে। পূর্বে এই কোর্সগুলোর শিরোনাম ছিল যথাক্রমে ৮১২২০৩: শিখন-শেখানো দক্ষতা ও কৌশল; ৮১২২০৭: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; ৮২২২৬১: একীভূত শিক্ষা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন