Ridge Bangla

ব্যাংক হলিডে আজ, লেনদেনসহ বন্ধ রয়েছে শেয়ারবাজারও

আজ ১ জুলাই, ব্যাংক হলিডে। এ উপলক্ষে দেশের সব ব্যাংকে আজ কোনো গ্রাহকসেবা কার্যক্রম চলবে না। বন্ধ থাকবে নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, পে-অর্ডার ও ডিমান্ড ড্রাফট সংক্রান্ত লেনদেন। একই সঙ্গে শেয়ারবাজারের লেনদেনও স্থগিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাইকে ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপ্তির দিন হিসেবে ধরা হয়। বছরের প্রথম ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে প্রতিবেদন তৈরি করতে ব্যাংকগুলোকে সময় ও মনোযোগের প্রয়োজন হয়। এ কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ঘোষণা করা হয়, যাতে গ্রাহকসেবা বন্ধ রেখে ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

এদিন ব্যাংক খোলা থাকলেও তা কেবল প্রশাসনিক ও হিসাবরক্ষণমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। কিছু বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো সীমিত পরিসরে খোলা রয়েছে, তবে সেখানে গ্রাহকদের কোনো ধরনের সেবা দেওয়া হচ্ছে না।

শুধু ব্যাংক নয়, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কারণে পুঁজিবাজারেও লেনদেন স্থগিত রাখা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকায় শেয়ার লেনদেনের অর্থ পরিশোধ ও নিষ্পত্তি সম্ভব নয়। তাই বাজারে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা যায় না।

ব্যাংক হলিডে শেষে আগামীকাল বুধবার (২ জুলাই) থেকে যথারীতি ব্যাংকিং ও পুঁজিবাজার কার্যক্রম আবারও শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরো পড়ুন