Ridge Bangla

ব্যাংকে সুদের হার এক অঙ্কে আনার দাবি ব্যবসায়ীদের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যবসায়ীরা বলেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পর দেশের ব্যবসা-বাণিজ্য নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। এ অবস্থায় নীতিগত সহায়তা ও আর্থিক প্রণোদনা জরুরি।

এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা গভর্নরের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের পুনর্গঠনে গঠিত নীতি সহায়তা কমিটির কার্যকাল বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের ব্যাংকিং সমস্যা দ্রুত সমাধানে বাংলাদেশ ব্যাংকে ‘পয়েন্ট অব কন্টাক্ট’ স্থাপন, সুদের হার কমিয়ে এক অঙ্কে নামিয়ে আনা, রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার বৃদ্ধি ও সুদের হার হ্রাস, এবং এসএমই খাতে বন্ড লাইসেন্স ছাড়াই ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সুযোগ প্রদান।

ব্যবসায়ীরা আরও বলেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যবসা ও শিল্প খাত পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তা প্রয়োজন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বৈঠকে বলেন, ‘অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক ব্যবসাবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বেসরকারি খাতই বাংলাদেশের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি।’ তিনি উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনার আশ্বাস দেন এবং বলেন, ‘শিল্প ও রপ্তানি খাতের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা প্রণয়নে বাংলাদেশ ব্যাংক অগ্রাধিকার দেবে।’

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন