Ridge Bangla

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৩১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন করে বৃদ্ধি পেয়ে ৩০.৩১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করলে নিট রিজার্ভ কিছুটা কম।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুসারে বর্তমানে বাংলাদেশের নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪০ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, রিজার্ভ বৃদ্ধির এ ধারা দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। সাম্প্রতিক সময়ে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা বাড়ায় রিজার্ভে এই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে দীর্ঘ সময় ধরে রিজার্ভে পতনের প্রবণতা ছিল, যা নিয়ে অর্থনীতিতে উদ্বেগ তৈরি হয়েছিল।

অর্থনীতিবিদরা মনে করছেন, রিজার্ভ বৃদ্ধির এ অগ্রগতি আশাব্যঞ্জক হলেও এখনই স্বস্তি পাওয়ার সুযোগ নেই। কারণ আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের উত্থান-পতন, বৈদেশিক ঋণ পরিশোধ ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রিজার্ভে চাপ অব্যাহত থাকতে পারে। তাই প্রবাসী আয় বাড়ানো ও রপ্তানি খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রিজার্ভ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা অব্যাহত থাকবে। পাশাপাশি, দেশীয় অর্থনীতি যাতে স্থিতিশীল থাকে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন