Ridge Bangla

বেসরকারি শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের সুযোগ নেই: এনটিআরসিএ

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন ও নিয়োগ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মৌখিক পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট প্রার্থীকে জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার আইনগত কোনও সুযোগ নেই বলেও জানিয়েছে এনটিআরসিএ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-১) ফিরোজ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৫ সালের ১ নম্বর আইন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন আইন, ২০০৫’ এ প্রদত্ত ক্ষমতাবলে প্রণীত ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত)’ এর বিধি ৩ অনুযায়ী এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে।

গৃহীত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ (প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ) প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬ (সংশোধিত) এর বিধি ১০ অনুযায়ী শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র প্রদান করা হয়। এর বিধি ৯ এর উপবিধি (৪) (খ) তে উল্লেখ রয়েছে, ‘প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তরপত্র পুননিরীক্ষণ বা পুনপরীক্ষণের কোন আবেদন গ্রহণ করা হইবে না এবং এতদ্সংক্রান্ত কোন তথ্য প্রার্থী বা তাহার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হইবে না’।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন