দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর নীতিমালা গত জুলাইয়ে চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। অক্টোবরে এই নীতিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নীতিমালা অনুমোদন ও প্রকাশের পর শর্ত সাপেক্ষে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করতে পারবে।
ইউজিসি জানায়, নীতিমালা চূড়ান্ত অনুমোদনের পর শর্তসাপেক্ষে কিছু বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রির প্রোগ্রাম চালু করতে পারবে। যারা শর্ত পূরণ করতে পারবে, তারাই ইউজিসির অনুমোদন নিয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করতে পারবে। মূলত ২০২৪ সালের জুনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর জন্য নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করে ইউজিসি।
ইউজিসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নীতিমালায় বিশ্ববিদ্যালয়গুলোর এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের যোগ্যতা ও সক্ষমতা নির্ধারণে একটি মানদণ্ড থাকবে। মানদণ্ড অনুযায়ী যোগ্য বিশ্ববিদ্যালয় এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন পাবে।
যোগ্যতার মাপকাঠির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সনদ নবায়ন থাকতে হবে। পিএইচডি গবেষণার জন্য অবকাঠামোসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকতে হবে। প্রোগ্রাম চালু করতে হলে ডিসিপ্লিন অনুযায়ী সহযোগী অধ্যাপক ও অধ্যাপক থাকতে হবে। পিএইচডি গবেষণার ক্ষেত্রে অন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কো-সুপারভাইজার মনোনয়ন দিতে হবে।
পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো যেন যেমন-তেমনভাবে পিএইচডি ডিগ্রি না করে, সে জন্য একটি বিশেষ নির্দেশিকা থাকবে নীতিমালায়। বিভিন্ন ডিসিপ্লিনের বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হবে পিএইচডি করানোর জন্য। এসব শর্তের সঙ্গে যুক্ত হতে পারে আরও নতুন কিছু শর্ত।