পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। দুটি যাত্রীবাহী কোচ থেকে অপহরণের পর অন্তত ৯ জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রদেশটির ঝোব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর-দাকাই এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।
ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম জানান, অপহরণের পর নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো রাখনিতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে নিহতদের পাঞ্জাব প্রদেশের নিজ নিজ এলাকায় পাঠানো হবে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ বুগতি এই হামলাকে “মর্যাদাহীন সন্ত্রাস” আখ্যা দিয়ে বলেন, “এটি রাষ্ট্রবিরোধী এবং ‘ফিতনা-ই-হিন্দুস্তান’ সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাজ।” তিনি আরও বলেন, “নিরীহ সাধারণ পাকিস্তানি নাগরিকদের পরিচয়ের ভিত্তিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য অপরাধ।”
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। সংগঠনটির মুখপাত্র দাবি করেছেন, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়েতে অবরোধ সৃষ্টি করে তারা ওই ৯ জন যাত্রীকে হত্যা করেছে।
উল্লেখ্য, বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলমান রয়েছে। অঞ্চলটির স্বাধীনতার দাবিতে লড়াইরত কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায়ই নিরাপত্তা বাহিনী এবং সাধারণ জনগণকে টার্গেট করে হামলা চালিয়ে থাকে।