পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করেছে দেশটির সরকার। রোববার (৬ নভেম্বর) এক টেলিভিশন বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আলাসানে সেয়িদু জানান, সেনাবাহিনী প্রজাতন্ত্রের প্রতি নিজেদের অঙ্গীকারে অবিচল থেকে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা নস্যাত করেছে।
এর আগে একদল বিদ্রোহী সেনা রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয়, তারা প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে ক্ষমতাচ্যুত করেছে। প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দ শুনেছেন বলে জানান। রাষ্ট্রীয় সম্প্রচারকর্মীদের কয়েকজনকে জিম্মি করা হয়। তবে প্রেসিডেন্ট নিরাপদ স্থানে আছেন বলে নিশ্চিত করেছেন এক রাষ্ট্রীয় উপদেষ্টা।
এদিকে তালন কোটোনুর ফরাসি দূতাবাসে আশ্রয় নেওয়ার বিষয় অস্বীকার করেছে ফরাসি কূটনৈতিকরা। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা জুড়ে ধারাবাহিক অভ্যুত্থানের মধ্যে বেনিনের এই ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ফ্রান্সের সাবেক উপনিবেশ বেনিন দীর্ঘদিন ধরে স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিবেচিত হলেও বিরোধী মতকে দমনের অভিযোগে প্রেসিডেন্ট তালন সমালোচিত। দেশের অর্থনীতি প্রধানত তুলা উৎপাদননির্ভর হলেও বেনিন এখনও বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি।
সরকারি বিবৃতিতে সেয়িদু জানান, অল্পসংখ্যক বিদ্রোহী সেনা রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিদ্রোহ করেছিল। তবে বিশ্বস্ত সেনাদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ব্যর্থ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র উইলফ্রেড লিয়াঁদ্রে হুংবেদজি। স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ১২ জন রাষ্ট্রীয় টিভি দপ্তরে হামলা করেছিল, যাদের একজন আগেই সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছিলেন।