Ridge Bangla

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

২০২৪–২৫ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বছর ৬ হাজার ৭০৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তবে আদায় হয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা—যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত অর্থবছরেও লক্ষ্যমাত্রার চেয়ে ২১৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছিল। এবার আমদানি প্রায় ৮ শতাংশ কমলেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৫১ শতাংশ।

বেনাপোল কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান জানান, “রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতির কারণে অনিয়ম কমেছে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ফলে রাজস্ব আদায় বেড়েছে।”

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, “কাস্টমস কর্মকর্তাদের তদারকি, সঠিক শুল্কায়ন এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থার ফলেই এ সাফল্য এসেছে।”

বেনাপোল দিয়ে প্রতিবছর প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়, আর এখান থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, প্রতিদিন প্রায় ৪০০–৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ১৫০–২০০ ট্রাক রপ্তানি হয়। কাস্টমসের কঠোর অবস্থান রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার বলেন, রপ্তানি কিছুটা কমলেও অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। কমিশনার কামরুজ্জামান বলেন, “বেনাপোলের এই অর্জন কাস্টমস হাউসের সাফল্যের প্রতীক।”

আরো পড়ুন