চীনের বেইজিংয়ে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন। নিহতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ের মিউন জেলায় অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে বন্যার সময় প্রায় ৭৭ জন প্রবীণ অবস্থান করছিলেন। পানির উচ্চতা বুকসমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। পানি দ্রুত ২ মিটার পর্যন্ত বেড়ে যাওয়ায় অন্তত ৪০ জন প্রবীণ সেখানে আটকা পড়েন।
ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারী দল বুকসমান পানিতে হেঁটে প্রবীণদের বের করে আনার চেষ্টা করছে।
স্থানীয় এক কর্মকর্তা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “বৃদ্ধাশ্রমটি যে শহর এলাকায় অবস্থিত, তা দীর্ঘদিন ধরে নিরাপদ বলে বিবেচিত হতো। তাই এটি সরিয়ে নেওয়ার তালিকায় ছিল না।”
তিনি আরও বলেন, “এই ঘটনায় বোঝা যাচ্ছে, আমাদের জরুরি প্রস্তুতিতে ফাঁকফোকর ছিল। চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে আমাদের উপলব্ধি ছিল অপর্যাপ্ত। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা।”
বেইজিংয়ের সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। চীনের বিভিন্ন অঞ্চলে চলতি গ্রীষ্মে তীব্র আবহাওয়া বিরাজ করছে। গত মাসের শুরুতে পূর্বাঞ্চলে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহ দেখা দেয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও দেখা দেয় ভয়াবহ বন্যা।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের প্রথমার্ধে প্রাকৃতিক দুর্যোগে দেশটির আর্থিক ক্ষতি হয়েছে ৫৪.১১ বিলিয়ন ইউয়ান (৭.৫ বিলিয়ন ডলার)। এর মধ্যে ৯০ শতাংশের বেশি ক্ষতি হয়েছে বন্যার কারণে।