Ridge Bangla

বেইজিংয়ে পশ্চিমাবিরোধী নেতাদের সমাবেশে সামরিক শক্তি প্রদর্শনের উদ্যোগ চীনের

চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে এই সপ্তাহেই বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনে ২৬ দেশের রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন, যার মধ্যে রয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, মিয়ানমার, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, জিম্বাবুয়ে এবং আরও কয়েকটি মধ্য এশীয় দেশ। পশ্চিমা বিশ্বের কেবল সার্বিয়া ও স্লোভাকিয়ার নেতারা তালিকায় রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উপদ্রবের অক্ষ নামে পরিচিত রাশিয়া-চীন-ইরান-উত্তর কোরিয়ার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যেমন দৃশ্যমান হয়েছে, এবার তা বেইজিংয়ের মঞ্চে প্রদর্শিত হবে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই আয়োজনের মাধ্যমে বহুমেরু বিশ্বব্যবস্থার নেতৃত্বে চীনকে প্রতিষ্ঠা করতে চান বলে মনে করছেন পর্যবেক্ষকরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, কুচকাওয়াজে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র প্রদর্শন করা হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে চীনে পৌঁছে শি জিনপিংকে প্রিয় বন্ধু আখ্যা দিয়েছেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার উল্লেখ করেছেন। একই সময়ে রাশিয়া ও চীনের মধ্যে গ্যাস রপ্তানি ১৬% বাড়ানোর চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কোর জন্য বড় সহায়তা।

বিশ্লেষকদের মতে, জুনে যুক্তরাষ্ট্রের নিস্তেজ সামরিক কুচকাওয়াজের তুলনায় বেইজিংয়ের এই প্রদর্শনী চীনকে আত্মবিশ্বাসী অবস্থানে তুলে ধরবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন