ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী সময়ে রাজধানীতে যেকোনো বেআইনি ও অনুমোদনহীন সভা-সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী জননিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ রক্ষায় অনুমোদনহীন রাজনৈতিক কার্যক্রম বা জনসমাবেশ থেকে সবাইকে বিরত থাকতে হবে। নির্দেশনা ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করাই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
বৈঠকে জানানো হয়, সারা দেশে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে, যা দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, তফসিলের পর রাজধানীসহ সারা দেশে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন, বিক্ষোভ বা অনুমোদনহীন জমায়েত কঠোরভাবে দমন করা হবে। যারা আইন লঙ্ঘন করে এসব কর্মসূচিতে অংশ নেবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।