Ridge Bangla

বিসিবি নির্বাচনে কোনো বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি সংক্রান্ত হাইকোর্টের পূর্ববর্তী আদেশ আপাতত স্থগিত করা হয়েছে। ফলে ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনগত বাধা থাকছে না।

রাষ্ট্রপক্ষ ২২ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করলে আপিল বিভাগের চেম্বার আদালত একই দিনে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। স্থগিতাদেশের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব রোববার এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আর বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান ছিলেন।

বিসিবির আইনজীবী মাহিন এম রহমান জানান, স্থগিতাদেশ থাকায় নির্বাচনে আপাতত কোনো বাধা নেই। “নির্বাচনের কার্যক্রম অব্যাহত থাকবে,” তিনি বলেন।

এর আগে ২১ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে ৬ অক্টোবর। গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্সিলার মনোনয়ন প্রক্রিয়া চলেছে। তবে ১৮ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর বিসিবি সভাপতির চিঠিতে জানানো হয়, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে মনোনয়ন যথাযথ হয়নি। চিঠি কার্যকারিতা চ্যালেঞ্জ করে কয়েকজন মনোনয়নপ্রার্থী হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে হাইকোর্ট ১৫ দিনের স্থগিতাদেশ দেন। রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশের আবেদন করলে আদালত তা ৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে। আইনজীবীরা জানান, ওইদিন ফের শুনানি হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৯

আরো পড়ুন