বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ‘যুবরাজ’ খ্যাত আসিফ আকবর এবার নতুন পরিচয়ে ক্রীড়াঙ্গনে যুক্ত হলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
নির্বাচন কমিশন সম্প্রতি বিসিবি নির্বাচনের ভোটার বা কাউন্সিলরদের খসড়া তালিকা প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে আসিফ আকবরের নাম। তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
গানের ভুবনে দীর্ঘ দুই দশক ধরে আসিফ আকবর ভক্তদের মাতিয়ে রেখেছেন। তবে সংগীতের বাইরে তার শৈশব-কৈশোরের একটি বড় অংশ জুড়ে ছিল ক্রিকেটের স্বপ্ন। একসময় তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন। যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি, এবার ক্রিকেটের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া তাকে নতুন আলোচনায় এনেছে।
এ প্রসঙ্গে আসিফের ঘনিষ্ঠজনরা বলছেন, ক্রিকেট সবসময়ই তার প্রিয় খেলা। খেলাটির সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়া তাকে ভিন্নরকম উদ্দীপনা দিচ্ছে।
অন্যদিকে, সংগীতে বিরতির পর গত বছরের আগস্ট থেকে আবারও সরব হয়েছেন আসিফ। নতুন গান প্রকাশের পাশাপাশি তিনি নিয়মিত দেশ-বিদেশে স্টেজ শো করছেন। সংগীতপ্রেমীরা যেমন তাকে নিয়ে ব্যস্ত, তেমনি এবার ক্রীড়াঙ্গনেও তার নাম উঠে আসায় ভক্তরা বেশ চমকিত। সংগীতের মাঠের মতো ক্রিকেটের অঙ্গনেও আসিফ আকবরের পদক্ষেপ যে আলোচনার জন্ম দেবে, তা এখনই বলছেন অনেকে।