Ridge Bangla

বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কারণ জানালেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে বুলবুল জানান যতটা সম্ভব দেশের সেবা করতে চান তিনি। বুলবুল বলেন, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করব। আমরা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করব। বিসিবিতে সভাপতি সরাসরি নির্বাচিত হন না। নির্বাচনের মাধ্যমে পরিচালকরা প্রথমে নির্বাচিত হন। তাই আমার প্রথম লক্ষ্য থাকবে এটির অংশ হবার চেষ্টা করা।’ বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বুলবুল একাধিকবার গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি তার ভূমিকা ‘টি২০ ইনিংস’-এর মতো দেখেন—অর্থাৎ দীর্ঘ সময় দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই। তবে এখন দীর্ঘ সময় বিসিবির থাকার ইচ্ছাই প্রকাশ করছেন তিনি। আইসিসিতে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা নিয়েই দেশের ক্রিকেটে যুক্ত হন তিনি। নির্বাচন করা প্রসঙ্গে এনএসসির সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমার সঙ্গে এনএসসির এখনও কোনো আলোচনা হয়নি। আমি শুধু এটা প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করবো। আমি জানি না এখনো কীভাবে করবো। আমি যে কাজগুলো শুরু করেছিলাম। এগুলো ভালোভাবে এগিয়ে চলেছে। মনে হচ্ছে এই কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি।’

বিসিবি নির্বাচন নিয়ে হইচই বেড়েছে ক্রিকেট পাড়ায়। তবে কদিন আগেও বিসিবি নির্বাচন ছিল বলতে গেলে তারকা শূন্য। তবে কিছুদিন আগে তামিম ইকবালের ঘোষণার পর আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করার ঘোষণা দেয়ায় এবার বোর্ডের পরিচালনা কমিটি নির্বাচন নিলো নতুন মোড়ে। দেশের প্রথম সেঞ্চুরিয়ানের সাথে দেশসেরা ওপেনারের মধুর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন