Ridge Bangla

বিসিবির আপত্তি, বিশ্বকাপের নতুন সূচি তৈরির উদ্যোগ আইসিসির

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হতে মাত্র এক মাস আগে বাংলাদেশ দলের ম্যাচ সূচিতে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন সূচি তৈরির উদ্যোগ নিয়েছে।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

আইসিসি ও তার চেয়ারম্যান জয় শাহের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল। এখন শেষ মুহূর্তে শ্রীলঙ্কায় ভেন্যু এবং আবাসনের ব্যবস্থা করতে আয়োজকদের কঠিন পরিশ্রম করতে হচ্ছে।

আগের সূচি অনুযায়ী বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল। এরপর ইতালি ও ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ এবং গ্রুপ পর্বের শেষ খেলাটি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত ছিল।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের কোনো অপমান মেনে নেওয়া হবে না। যদি একজন ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল সেই দেশে নিরাপদ বোধ করবে না।”

এদিকে ভেন্যু পরিবর্তনের অনিশ্চয়তার মধ্যে বিসিবি ইতিমধ্যে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। টুর্নামেন্ট শুরুর অল্প সময় বাকি থাকায় সূচি পরিবর্তন আয়োজনকারীদের জন্য বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন