Ridge Bangla

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মৃত্যু

উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মা ববিতা রানী (৩০) ও মেয়ে তনি রানী রায় (৭) মারা গেছেন। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের দূর্লভপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

তাদের পরিবার জানায়, মা ও মেয়ে সন্ধ্যার আগে গ্যাস ট্যাবলেট খায়। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রতিবেশীরা। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু কন্যা তনি রানী রায়কে মৃত ঘোষণা করেন। পরে ববিতা রানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমৃত সরকার বলেন, “অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। গ্যাস ট্যাবলেট খাওয়া রোগীদের উন্নতমানের চিকিৎসা এই কমপ্লেক্সে নেই। তাই আমরা এসব রোগী দ্রুত জেলায় পাঠিয়ে দেই।”

জানা গিয়েছে, এনজিওর কিস্তির টাকা নিয়ে দুই-তিন দিন ধরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। ববিতার স্বামী রতন কোনো কাজকর্ম করেন না। পাশাপাশি আইপিএল জুয়া খেলা এবং অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। কিস্তির টাকা জোগাড় করতে না পারায় তাদের সংসারে প্রায়ই কলহ লেগে থাকত।

আরো পড়ুন