Ridge Bangla

বিশ্ব শিশু দিবস আজ

আজ (সোমবার) দেশে পালিত হচ্ছে ‘বিশ্ব শিশু দিবস’। প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বাংলাদেশে দিবসটি পালন করা হয় শিশুদের অধিকার, সুরক্ষা, সম্মান ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে দিবসটি পালিত হলেও মূল উদ্দেশ্য একই—শিশুদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়া।

দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিশুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এক বাণী দিয়েছেন। তিনি বলেন, শিশুদের যদি সৎ, মমতাময় ও মুক্তচিন্তার পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দেওয়া যায়, তবে তারা আগামী দিনে যোগ্য নাগরিক হয়ে বাংলাদেশকে বিশ্বে আরও উচ্চতায় নিয়ে যাবে। বিজ্ঞান, শিল্প-সাহিত্য, প্রযুক্তি, ক্রীড়া ও নেতৃত্বে তারা হবে অগ্রণী ভূমিকার অধিকারী।

অধ্যাপক ইউনূস আরও বলেন, “‘বিশ্ব শিশু দিবস-২০২৫’ আমাদের নতুন প্রতিজ্ঞায় উজ্জীবিত করবে— যেন প্রতিটি শিশু নিরাপদ, সৃজনশীল ও আনন্দমুখর পরিবেশে বেড়ে উঠতে পারে। শিশুদের জন্য আলোকিত আগামী গড়াই হবে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।”

বিশ্ব শিশু দিবসের সূচনা হয় ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের চেলসিতে, যেখানে চার্চ অফ দ্য রিডিমারের যাজক রেভারেন্ড ডা. চার্লস লিওনার্ড শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করেন। পরবর্তী সময়ে ১৯২০ সালে তুরস্ক ২৩ এপ্রিলকে শিশু দিবস ঘোষণা করে এবং ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের প্রস্তাব গৃহীত হয়।

বাংলাদেশে দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে শিশুদের অংশগ্রহণে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এসব আয়োজনের মধ্য দিয়ে শিশুদের জন্য নিরাপদ ও উন্নয়নমুখী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৯

আরো পড়ুন