Ridge Bangla

বিশ্ব পরিবর্তনে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

তরুণদের উদ্দেশে নতুন বিশ্ব গঠনের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বেই সম্ভব হবে ‘থ্রি-জিরো বিশ্ব’ যেখানে থাকবে শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এ সময় তিনি তরুণদের সর্বত্র ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, টেকসই জীবনযাপন, বর্জ্য কমানো এবং সামাজিক উদ্যোক্তা হয়ে ওঠাই থ্রি-জিরো মানুষের মূল লক্ষ্য। এরা কখনো বৈশ্বিক উষ্ণায়ন, দারিদ্র্য বা বেকারত্ব বাড়াতে ভূমিকা রাখবে না। তার ভাষায়, “যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে, তত দ্রুত গড়ে উঠবে থ্রি-জিরো পরিবার, গ্রাম, শহর এবং শেষ পর্যন্ত একটি থ্রি-জিরো বিশ্ব।”

তিনি উল্লেখ করেন, জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’ ইতোমধ্যেই এই প্রক্রিয়াকে বাস্তবে রূপ দিচ্ছে। এটি প্রমাণ করে, স্বপ্ন নয়, বরং কার্যকর কর্মপন্থাই বিশ্বকে বদলাতে পারে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “আমরা যদি সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের সৃজনশীলতা এবং প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাই, তবে জটিল বৈশ্বিক সংকটও সমাধান করা সম্ভব।” তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “চলুন আমরা ন্যায়, টেকসই উন্নয়ন আর আশার ভিত্তিতে নতুন পৃথিবী গড়ার স্থপতি হই—যেখানে মানবতার জন্য শুরু হবে এক নতুন ভোর।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩১

আরো পড়ুন